নি:স্ব সহায়ক সংস্থা (এনএসএস)

NSS

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

আদর্শ: মানুষের সেবা করা। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা।

সংস্থার উদ্দেশ্য :

১) গ্রাম, শহর এলাকায় বসবাসরত দরিদ্র, সুবিধা বঞ্চিত জনগোষ্টির সার্বিক কল্যানে সকল প্রকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।
২) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
৩) শিক্ষা, কারিগরি শিক্ষা, কৃষি, সেচ ব্যবস্থা, বৃক্ষরোপন, পশুপালন, হাস-মোরগ পালন, কুটির শিল্প ইত্যাদির মাধ্যমে সার্বিক উন্নয়নের উদ্দোগ নেয়া।
৪) সমাজের এতিম, প্রতিবন্ধি, পক্ষাঘাত গ্রস্থ, পঙ্গু এ সব অসহায় মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান। যুগপোযোগী বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে সাবলম্বী করা।
৫) সমাজের সর্বস্থরের মানুষের জন্য বিশেষত: গরিব, অতিদরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা।
৬) বেকার নারী-পুরুষের বিভিন্ন প্রশিক্ষন প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৭) নারী নির্যাতন, দুর্নীতি, অসামাজিক কাজ,মাদক, ধূমপান বিরোধী প্রচারনা করে জনসচেতনা সৃষ্টি করা।
৮) এলাকার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে তরুন এবং যুব সমাজকে কর্মী এবং হাতিয়ারে রুপান্তরিত করে প্রতিটি জাতীয় সমস্যা সমাধানের শ্রেষ্ট বাহন রূপে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে যুব সমাজকে সমাজ কল্যানমূলক কাজে নিয়োজিত করা।

প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সমূহ:
১) সুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
২) শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জীবন মানের উন্নতি সাধন।
৩) পরিবেশ বান্ধব সমাজ গঠন।
৪) নারী উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং আয় বর্ধক কার্জক্রমের মাধ্যমে দরিদ্র বিমোচন।