নি:স্ব সহায়ক সংস্থা (এনএসএস)

NSS

সর্বশেষ:

Latest news

 নোটিশ


বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষের আবাসস্থল। কৃষি প্রধান এই দেশের ৪০% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। ভূমিহীন মানুষ ভিটামাটি ছেড়ে কাজের সন্ধানে প্রতি নিয়ত গ্রাম থেকে শহরে স্থানাস্তর হচ্ছে এবং বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে। এসব অবহেলিত দরিদ্র জনগোষ্টি একদিকে জীবন নির্বাহে অতিশয় ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে তাদের স্বাস্থে্র আবনতি হচ্ছে এবং উপার্জনের ক্ষমতা দিনদিন লোভ পাচ্ছে। এ প্রেক্ষাপট বিবেচনা করে দারিদ্রপীড়িত সুবিধা বঞ্চিত অসহায় জনগোষ্টির আর্থসামাজিক উন্নয়ন সাধনের লক্ষ্যে নি:স্ব সহায়ক সংস্থা প্রতিষ্ঠিত হয।

আরো পড়ুন